Site icon Jamuna Television

১৭ মিশনারির ২ জনকে ফিরিয়ে দিয়েছে হাইতির অপহরণকারীরা

হাইতিতে এক মাস ধরে অপহৃত ১৭ মিশনারির মধ্যে দুজনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ক্রিশ্চিয়ান এইড এই তথ্য জানিয়েছে। মুক্তি পাওয়া দুজন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানানো হয়। তবে তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

গত মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ১৭ মিশনারিকে অপহরণ করে ফোর হানড্রেড মাওয়োজো গ্যাং নামের একটি অপরাধী চক্র। এরপর তারা ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপন দাবি করে। অপহৃতদের মধ্যে ১৬ মার্কিন ও একজন কানাডার নাগরিক। ঘটনার পর থেকেই হাইতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে এর তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version