Site icon Jamuna Television

বগুড়ায় মার্কেটের গেটের তালা কেটে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

ছবি: প্রতীকী

বগুড়ার গাবতলীতে তিনটি মার্কেটের গেটের তালা কেটে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, চক্রটিতে ১৫ জনের মতো সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরিসহ অন্যান্য অপরাধমূলক কাজে জড়িত। ট্রাক নিয়ে বিভিন্ন জেলায় ডাকাতির পর গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে ফেলতো চক্রটি।

সংঘবদ্ধ এই দলটি বগুড়া, সিরাজগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে নিয়মিতভাবে ডাকাতি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে বলেও জানান র‍্যাবের কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version