Site icon Jamuna Television

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতারা রাজনীতি করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতারা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা সবাই চিকিৎসক হয়ে গেছেন। বিদেশ নেয়ার বিষয়ে চিকিৎসকরা সেভাবে কিছু বলছে না, কিন্তু দলের নেতারা খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে ডাক্তারদের চেয়ে বেশি তৎপর।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সংসদ সদস্যরা চেয়ারপারসনের চিকিৎসা নিয়েই ব্যস্ত। তবে এই ইস্যুতে তারা যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version