Site icon Jamuna Television

বরিশালে ট্রাক্টর খাদে, পিতা-পুত্র নিহত

বরিশাল ব্যুরো

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাধবপাশা-পাংশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাধবপাশা জমিদার বাড়ি এলাকার বাসিন্দা হানিফ ফকির (৩৫) ও তার স্কুল পড়ুয়া ছেলে মো. সাব্বির (১০)।

বরিশাল মহানগর পুলিশের বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, মাঠে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ ফকির। এসময় ছেলে সাব্বির ট্রাক্টরেই ছিল। মাধবপাশা-পাংশা সড়কের যাত্রাঘাটা নামক স্থানে কালভার্টে উঠতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা হানিফ ফকিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছেলে সাব্বিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Exit mobile version