Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় খ্রিস্টানদের গির্জা ও হোটেলে বোমা হামলার বিচার শুরু

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে। দেশটির সর্বোচ্চ আদালতে চলবে এর বিচার।

২০১৯ সালের ২১ এপ্রিল দেশটির রাজধানী কলম্বো ও পাশের শহর নেগোম্বোয় তিনটি গীর্জা ও তিনটি হোটেলে চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। এতে প্রাণ যায় বিদেশি নাগরিকসহ ২৭৯ জনের। শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলায় আরও প্রায় ৫০০ জন আহত হন। হতাহতের বেশিরভাগই দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের লোক। হামলার পর গোটা দেশে জারি করা হয় জরুরি অবস্থা। মোতায়েন করা হয় সেনাবাহিনী।

দাঙ্গার শঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয় মুসলিম কমিউনিটিতে। যদিও হামলার ১৭ দিন আগেই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে লঙ্কান প্রশাসনকে। তবে বিষয়টি আমলে নেয়নি দেশটির তৎকালীন সরকার। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।

মঙ্গলবার থেকে হামলায় অভিযুক্ত ২৪ ব্যক্তির বিচারকাজ শুরু হবে। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, হত্যায় সহায়তা ও ইন্ধন দেওয়া, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের ২৩ হাজার অভিযোগ আনা হয়েছে।

Exit mobile version