Site icon Jamuna Television

অদ্ভুত পোশাকে ট্রলের শিকার আলিয়া

ছবি: সংগৃহীত।

স্টাইলিশ অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের একতা খ্যাতি আছে। তবে এবার এই বাড়তি স্টাইলের জন্যই ট্রলের শিকার হতে হলো তাকে। আদিত্য শীল এবং অনুষ্কা রাজনের বিয়ের সংগীত অনুষ্ঠানে যে পোশাক পরে আলিয়া গিয়েছিলেন, তা নিয়েই বৃহৎ একটি অংশের ট্রলের শিকার তিনি।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, এই অনুষ্ঠানে লেহেঙ্গা চোলিতে নিজেকে সাজিয়েছিলেন আলিয়া। খোলা চুল। বড় দুল এবং টিপের সাজে একেবারে ট্র্যাডিশনাল লুক ছিল। কিন্তু লেহেঙ্গার আপার আউটফিট নিয়েই ট্রল করা হলো তাকে। ব্লাউজের নেকলাইন ডিজাইন দেখে অনেকে বলছেন, তাড়াতাড়িতে উল্টো ব্লাউজ পরে চলে গিয়েছিলেন আলিয়া! যদিও এসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তবে এখন আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ সূত্র বলছে, ডিসেম্বর নয়, আগামী এপ্রিলে নাকি চার হাত এক হবে। নাম প্রকাশে অনিচ্ছুক যুগলের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘আলিয়া, রণবীরের ওয়ার্ক কমিটমেন্ট এপ্রিলে শেষ হবে। কাজের চিন্তা মাথায় নিয়ে ওরা বিয়ের ছুটিতে যেতে চাইছে না। কাপুরদের অনেক বড় পরিবার। এই বিয়েতে সকলে আসবেন। তাই আগে থেকে ব্যবস্থা করা হচ্ছে।

Exit mobile version