Site icon Jamuna Television

রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই এড়াতে পারলো না বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে মাহমুদউল্লাহর দারুণ বোলিংয়ে ম্যাচ জমে উঠলেও তাতে জয় মেলেনি টাইগারদের। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, এই উইকেটে রান করাটা বেশ কঠিন।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, দুই দলের ব্যাটারদেরই রান করার জন্য সংগ্রাম করতে হয়েছে এই উইকেটে। ক্রিজে কিছুটা সময় না কাটালে এখানে রান করা বেশ কঠিন। তবে এরইমধ্যে নাঈম ভালো ব্যাট করেছে।

এছাড়া এই ম্যাচে হাতে চোট পাওয়া তাসকিন আহমেদের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, তাসকিনের কথা বিশেষভাবে বলবো। সে যেভাবে ডান হাতে চোট পাওয়ার পরেও ফিরে এসে বল করেছে তা এক কথা দারুণ। লড়াকু এক চরিত্রের পরিচয়ই দিয়েছে সে।

Exit mobile version