Site icon Jamuna Television

গাইবান্ধায় মাথার খুলিবিহীন এক শিশুর জন্ম

মাথার খুলিবিহীন এক শিশুর জন্ম হয়েছে গাইবান্ধায়। চিকিৎসকরা বলছেন জিনগত সমস্যার কারণেই এমন আকৃতিতে জন্ম হয়েছে শিশুটির।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। তিনদিন আগে অপারেশন ছাড়াই শিশুটির জন্ম হয় সাদুল্লাপুর উপজেলার পশ্চিম খামার দশলিয়া গ্রামে। জন্মদাত্রী গৃহবধূ খোতেজা বেগম শনিবার দুপুরে তার বাবা খলিল মিয়ার বাড়িতে স্বাভাবিকভাবে কন্যা শিশুটির জন্ম দেন। জন্ম নেয়া শিশুটি তার প্রথম সন্তান।

আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, জন্ম নেয়া শিশুটির মাথার খুলি, মগজ ও চোখ নেই। মাথার অংশ জুড়েই বিকৃত শিশুটির মুখ, হাত, পা ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ অস্বাভাবিক। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ হলেও মা সুস্থ আছেন বলে জানা গেছে। শিশুটির মা খোতেজা বেগম জানান, গর্ভের এই সন্তান নিয়ে অনেক আশা ছিল। কিন্তু আল্লাহ এমন সন্তান দিবেন তা কখনো ভাবতে পারিনি। শিশুটিকে বাঁচাতে কিভাবে চিকিৎসা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। দরিদ্র স্বামী ও বাবার পরিবারে শিশুটির চিকিৎসার মতো আর্থিক অবস্থা নেই।

শিশুটির বাবা সুমন মিয়া বলেন, বিয়ের পর এটিই তাদের প্রথম সন্তান। গর্ভের সাত মাসে আলট্রাসোনো করলে মাথা ও মুখসহ বিভিন্ন সমস্যার কথা জানায় চিকিৎসক। সিজারিয়ান অপারেশনের কথা থাকলেও বাড়িতে স্বাভাবিক সন্তানের জন্ম দেয় স্ত্রী খোতেজা বেগম। জন্ম নেয়া অদ্ভুত শিশুটিকে বাঁচাতে চাইলেও তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় শিশুটিকে বাঁচাতে সরকারী এবং ব্যক্তিগত সহযোগিতার দাবি জানান তিনি।

এদিকে, অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছে। এছাড়া দুর-দুরান্ত থেকেও শিশুটিকে দেখতে আসছেন অনেকে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, এটি মূলত জিন ও হরমোন সমস্যার কারণে হয়ে থাকে। সদ্য জন্ম নেয়া শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন। দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করলে হয়তো শিশুটি বেঁচে থাকবে।

Exit mobile version