Site icon Jamuna Television

‘বুচার অফ বেঙ্গল’ টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন জায়েদ

'বাংলার কসাই' নামে কুখ্যাত জেনারেল টিক্কা খানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জায়েদ খান।

শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে ‘বাংলার কসাই’ কুখ্যাত টিক্কা খানের চরিত্রে মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।

সোমবার (২২ নভেম্বর) বিএফডিসিতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ডিরেক্টর (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেন জায়েদ খান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে গত এপ্রিল মাস পর্যন্ত। গত মার্চেই সিনেমাটি রিলিজ দেয়ার কথা থাকলেও শুটিং শেষ না হওয়ায় ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিছুদিনের মধ্যেই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং করা হবে বলেও জানা গেছে।

‘বঙ্গবন্ধু’তে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি সম্প্রতি মুম্বাই গিয়ে অডিশন দিয়ে এসেছি। সেখানে আমার পোশাকের মাপ নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকের মতো এমন স্বপ্নের প্রোজেক্টের অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত।

Exit mobile version