Site icon Jamuna Television

নরসিংদীতে শতাধিক নেতাকর্মীসহ খায়রুল কবির খোকন অবরুদ্ধ

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক দলীয় নেতাকর্মীসহ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অবরুদ্ধ রয়েছেন। চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ। কয়েকজন নেতা- কর্মীকে আটকের খবর পাওয়া গেছে ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ দানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি তাদের চিনিশপুর দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে দলীয় শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়। পরে পুলিশ গিয়ে কার্যলায়টি ঘেরাও করে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সাথে তারা ৪ জন নেতা-কর্মীকেও আটক করেছে। গ্রেফতারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না।

এদিকে বিএনপির নেতাকর্মীদের অবরুদ্ধের বিষয়ে জানতে চাইলে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

Exit mobile version