Site icon Jamuna Television

বোতল ছুড়ে মারায় পণ্ড ফরাসি লিগ ওয়ানের ম্যাচ

ছবি: সংগৃহীত

মারামারির কারণে পণ্ড হলো ফরাসি লিগ ১ এর অলিম্পিক মার্শেই বনাম অলিম্পিক লিওর ম্যাচ। মাঠে খেলা চলে মাত্র চার মিনিট।

অলিম্পিক লিওর মাঠ গ্রুপামা স্টেডিয়ামে চলমান ম্যাচে মার্শেইয়ের মিডফিল্ডার ডিমিত্রি পায়েত একটি কর্ণার নিতে এগিয়ে এলে লিওর একজন সমর্থক তার দিকে বোতল ছুড়ে মারেন। যা তার মুখে গিয়ে লাগে। বোতলটি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান পায়েত। এর এক পর্যায়ে তাকে ঘিরে ধরেন লিও এবং মার্শেইয়ের খেলোয়াড়েরা। মাঠেই কনকাশন পরীক্ষা করার পর রেফারি খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যেতে বলেন।

কিছুক্ষণ পর লিওর খেলোয়াড়েরা অনুশীলন করতে মাঠে নামলেও নিরাপত্তাজনিত উদ্বিগ্নতার কারণে ড্রেসিং রুমেই থেকে যান মার্শেইয়ের খেলোয়াড়েরা। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করার ঘোষণা দেন ম্যাচ অফিশিয়ালরা।

Exit mobile version