Site icon Jamuna Television

সৌদিতে দ্বিতীয় স্ত্রী বাছাইয়ের প্রশিক্ষণ কর্মশালা!

ছবি: সংগৃহীত।

নানা কারণে অনেকেই দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম স্ত্রীর মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন অনেকে। আবার প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেন কেউ কেউ। প্রথমবারের ভুলগুলো শুধরে দ্বিতীয়বার যেন সঙ্গীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন সে জন্য পুরুষদের প্রশিক্ষণের আয়োজন করেছে সৌদি আরব।

গালফ নিউজ’র এক প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবে পুরুষদের দ্বিতীয় স্ত্রী বেছে নেয়ার দক্ষতা শেখানোর জন্য রীতিমতো একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। তবে এ নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় তা বাতিল করা হয় বলে জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয় দ্বিতীয় স্ত্রীকে বেছে নেয়ার দক্ষতা শীর্ষক দুই দিনের ওই প্রশিক্ষণটি সৌদি আরবের আল-রাস গভর্নরেটে আলবীর সিভিল চ্যারিটেবল অর্গানাইজেশনের সদর দফতরে ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা আয়োজকদের বিরুদ্ধে বহুবিবাহ প্রথাকে উসকে দেয়ার অভিযোগ তোলেন। তোপের মুখে আয়োজকরা ওই প্রশিক্ষণ বাতিল করতে বাধ্য হয়।

Exit mobile version