Site icon Jamuna Television

মার্কিন নৌবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে ৯ ইরানি সেনা নিহত

ছবি: সংগৃহীত।

পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে নয় ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে সে দেশের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন। তবে কবে কখন এ সংঘর্ষ বাঁধে তা জানাননি তিনি।

কমান্ডার তাংসিরি আরও জানান, সংঘর্ষে আইআরজিসির ৯ জন সৈন্য নিহত হয়েছে। তবে নিহতদের সম্পর্কে এর বেশি কিছু বলেননি তিনি। নৌবাহিনীর কমান্ডার ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

আলিরেজা বলেন, নয়জন ইরানি নৌসেনার এ মৃত্যুর বদলা নিতে মার্কিন নৌবহরে আমরা ৯টি হামলা চালাই। তবে এর বেশি কিছু জানাননি তিনি।

তবে ইরানের এমন বক্তব্যে পাল্টা কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চলতি নভেম্বরের শুরুর দিকে, ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের পর ইরানের নৌবাহিনী ভিয়েতনামের একটি তেল ট্যাঙ্কার আটক করে। দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শেষে এক সপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয় তারা।

Exit mobile version