Site icon Jamuna Television

সিপিবি নেতা রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্বজনরা জানান, সোমবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের তিনটি ভ্যান মিরপুরের বাসা থেকে ‘কথা আছে’ বলে নিয়ে যায় রুবেলকে। সেসময় তারা কাফরুল থানা পুলিশ বলে পরিচয় দেয়। কিন্তু কাফরুল থানায় যোগাযোগ করলে তারা রুবেলের গ্রেফতারের বিষয়ে কিছু জানে না বলে জানায়।

মিরপুর ১০ নম্বরে আইডিএস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। রুবেল সেখানে সংহতি জানিয়েছেলেন বলে নেতা কর্মীরা ফেসবুক পোস্টে দাবি করছেন।

Exit mobile version