Site icon Jamuna Television

করোনায় ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজার মৃত্যু

করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও সাড়ে ৪ লাখ রোগী।

দিনে সর্বোচ্চ ১২শর বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এদিন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৩৫ হাজার। তবে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ৬০ হাজার মানুষের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। যুক্তরাজ্য, জার্মানি এবং নেদারল্যান্ডসে বাড়ছে করোনার ভয়াবহতা।

এক দিনের ব্যবধানে দুই থেকে তিন শতাধিক করে মানুষ মারা গেছে তুরস্ক, জার্মানি, ইউক্রেন, ফিলিপাইনস, ভিয়েতনাম ও হাঙ্গেরিতে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ লাখ ৭৩ হাজার। মোট শনাক্ত ২৫ কোটি ৮৩ লাখ ৩৭ হাজারের বেশি।

Exit mobile version