Site icon Jamuna Television

টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পে অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পে কমান্ডো টিমসহ ড্রোনের সাহায্যে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে এপিবিএন।

সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ব্যাটালিয়নের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএন কমান্ডো টিমসহ সর্বমোট ১০৫ জন অফিসার ও ফোর্স নিয়ে ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সকল আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের উপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশি করা হয়। বিশেষ অভিযান চলাকালে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, অভিযানে দেশীয় তৈরি লোহার রড ৫টি, বিভিন্ন সাইজের রামদা ৮টি, কাঠের চোকা লাঠি-৪ টি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গ্রেফতারকৃত ডাকাতকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version