Site icon Jamuna Television

বাড়ছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ

সরকারের ফাস্টট্র্যাক প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে ব্যয় বাড়ছে আরও প্রায় ১৬ হাজার কোটি টাকা। মূল চ্যানেল জেটি, ভূমি উন্নয়ন ও বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম ছাড়াও ৭ খাতে বাড়ছে ব্যয় বরাদ্দ। এছাড়া বাড়ছে এই প্রকল্পের মেয়াদকালও।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এই সংশোধনী প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য।

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের পর কেটে গেছে ৭ বছর। এ পর্যন্ত এই প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সাড়ে ৪৪ শতাংশ। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত ব্যয় ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, জাইকা দিচ্ছে সিংহভাগ অর্থ।

বৈঠকে অনুমোদনের জন্য তোলা হয়েছে আরও ৯ প্রকল্প।

Exit mobile version