Site icon Jamuna Television

ফ্রান্সের ত্রেবেসে সুপারমার্কেটে হামলাকারী চিহ্নিত

ফ্রান্সের ত্রেবেসে সুপারমার্কেটে হামলাকারীকে মরক্কান বংশোদ্ভূত রেদওয়ান লাকদিম হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

ফরাসি সন্ত্রাসবিরোধী বিভাগ জানায়, লাকদিমের ব্যাপারে আগেই তথ্য সংগ্রহ করা হয়েছিল। কিন্তু তার মধ্যে কখনোই সন্ত্রাসী হামলা চালানোর মতো কোনো লক্ষণ দেখা যায়নি। শুক্রবারের হামলায় লাকদিমের গুলিতে তিনজন নিহত হয়; আহত হয় ১৬ জন। অর্ধশত মানুষকে জিম্মি করেছিলেন তিনি। পরে জিম্মিদের উদ্ধারে অভিযানের সময় পুলিশের গুলিতে প্রাণ যায় ২৬ বছর বয়সী হামলাকারীর।

হামলার কারণ ও হামলাকারীর অস্ত্রের উৎস অনুসন্ধানে এরই মধ্যে লাকদিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে তার ঘনিষ্ঠ এক নারীকে, যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পরপরই জরুরি বৈঠক ডাকেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।

Exit mobile version