Site icon Jamuna Television

কারাভোগের পর ট্রাম্পের আইনজীবীর মুক্তি

ছবি: সংগৃহীত

তিন বছরের কারাভোগ শেষে মুক্তি মিললো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের। ২০১৯ সালের ৬ মে থেকে আটক ছিলেন তিনি। ঘুষ দেয়া, কর ফাঁকি এবং প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপে সংশ্লিষ্টতা ও কংগ্রেসকে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে।

মাইকেল কোহেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন মুক্তিলাভের পর জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তিনি বলেছেন, দীর্ঘদিন পর সত্যি আজ দারুণ অনুভব করছি। দীর্ঘ সময় কারাভোগ করাটা আমার জন্য মোটেও সহজ ছিল না। স্ত্রী, সন্তানদের কাছে ফিরতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া। তবে আমি দুর্নীতির বিরুদ্ধে সব তথ্য দিয়ে যাবো। যে কোনো তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি।

মাইকেল কোহেন ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version