Site icon Jamuna Television

ঝড়-বন্যায় বিপর্যস্ত মিসরের আলেক্সান্দ্রিয়া

ছবি: সংগৃহীত

ভয়াবহ ঝড়-বন্যায় বিপর্যস্ত মিসরের আলেক্সান্দ্রিয়া। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শহরটিতে টানা দু’দিন ধরে চলছে ভারি বৃষ্টি ও বজ্রপাত।

শহরটিতে চলাচলের ক্ষেত্রে পানিপথ বেশি ব্যবহার হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। পানির উচ্চতা বেড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। শহরজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

এদিকে, আরও বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া বিভাগ। পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে কাজ করছে দেশটির জরুরি বিভাগ।

ইউএইচ/

Exit mobile version