Site icon Jamuna Television

মহাখালীতে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাজধানীর মহাখালীতে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন গাড়িতে থাকা ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাজেরো স্পোর্টস কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা ২ জন। নিহতদের একজনের নাম ওমর আয়মান ও অন্যজন ফাহিম আহমেদ ফয়সাল।

হতাহতদের প্রথমে ইউনিভার্সেল মেডিকেল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। আহত ৪ জনও ভর্তি আছেন সিএমএইচে। দুর্ঘটনা কবলিত গাড়িটি নেয়া হয়েছে কাফরুল থানায়।

Exit mobile version