Site icon Jamuna Television

লন্ডনে ক্যামব্রিজ অ্যানালিটিকার কার্যালয়ে পুলিশের তল্লাশি

লন্ডনে ক্যামব্রিজ অ্যানালিটিকার কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টের গ্রেফতারি আদেশের পরই শুরু করা হয় তল্লাশি অভিযান। তবে এসময় কাউকে আটক করা হয়নি। বিভিন্ন দেশের নির্বাচনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য দিয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে।

জানা যায়, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনাকে আইনি লঙ্ঘন বলছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা। এছাড়া ভারতের নির্বাচন নিয়েও হস্তক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Exit mobile version