Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৫টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে ৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে ৩৫টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা সোহেল নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন সোহেল। বিমান থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার লাগেজ তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এ সময় লাগেজের ভেতর থেকে ৩৫টি স্বর্ণের বারসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে তারা। উদ্ধারকৃত ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। এছাড়াও ওই যাত্রীর নিকট থেকে ৪টি আইফোন ও একটি আইপ্যাডও উদ্ধার করা হয়। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

ইউএইচ/

Exit mobile version