Site icon Jamuna Television

পিজমন্টসহ ১৩ জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পিজমন্টসহ কাতালুনিয়ার ১৩ জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই, আঞ্চলিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জর্ডি টুরুলসহ পাঁচ নেতাকে হেফাজতে নেয় মাদ্রিদ পুল।

পিজমন্টসহ ব্রাসেলসে আশ্রয় নেয়া ছয় কাতালান নেতার বিরুদ্ধেও জারি করা হয় আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। স্বাধীন কাতালুনিয়ার দাবিতে বিক্ষোভ উস্কে দেয়ায়, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মোট ২৫ কাতালান নেতার বিরুদ্ধে বিচার চলছে স্পেনের আদালতে।

এদিকে আদালতের নির্দেশের প্রতিবাদে রাতেই বার্সেলোনার রাজপথে জড়ো হন লাখো বিক্ষোভকারী। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষও হয় তাদের।

আইন মেনে কাতালান পার্লামেন্টের নির্বাচিত সরকার-প্রধানের সাথে আলোচনায় বসতে পারেন বলে জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

Exit mobile version