Site icon Jamuna Television

‘দেশের সকলেই খালেদা জিয়ার সুচিকিৎসা প্রত্যাশা করে, শুধু সরকার চায় না’

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

দেশের সকলেই খালেদা জিয়ার সুচিকিৎসা প্রত্যাশা করে, কেবল মাত্র শেখ হাসিনা ও তার আশেপাশের কিছু মানুষ এটা চায় না বলেই হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, একটি ব্যক্তি ও তার ইচ্ছাই এখন দেশের গণতন্ত্র। আর খালেদা জিয়ার পরিচিতি শুধুমাত্র জিয়াউর রহমানের স্ত্রীই নয়, প্রতিটি মানুষের হৃদয়ে তিনি তার কর্ম দিয়েই একটি দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন।

দেশের গণতন্ত্রের পাশাপাশি বেগম জিয়ার চিকিৎসার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি। আর সরকারের পতন হলেই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে বলে বলেও উল্লেখ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

ইউএইচ/

Exit mobile version