Site icon Jamuna Television

প্রীতি জিনতাকে চিনতে না পারায় ক্ষমা চাইলেন অভিনেতা

ছবি: সংগৃহীত

বিমানে দেখা হলো দু’জনের, কথাও হলো বেশ কিছুক্ষণ। কিন্তু তার পরেও প্রীতি জিনতাকে চিনতে পারেননি প্রবীণ অভিনেতা সঞ্জয় খান।

দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। প্রবীণ অভিনেতার মেয়ে তার সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি। লেখেন, প্রিয় প্রীতি, একজন ভদ্র লোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

এরপরেই তাকে চিনতে না পারার কারণ আরও পরিষ্কার করে লেখেন, একবার যদি আপনার জিনতা পদবীটা বলা হতো, তাহলেই আমার মনে পড়ে যেতো। কারণ আপনার প্রচুর ছবি আমি দেখেছি।

সঞ্জয় ক্ষমা চাইলেও এখনও প্রীতির দিক থেকে কোনো উত্তর আসেনি। কিছুদিন আগেই শিরোনামে এসেছিলেন ‘কাল হো না হো’-র নয়না। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন তিনি। আবার শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি অভিনয়েও ফিরবেন।

ইউএইচ/

Exit mobile version