Site icon Jamuna Television

বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর ৬ দলের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি। বিপিএলের অষ্টম আসরে এরই মধ্যে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গত সোমবার (২২ নভেম্বর) বাকি ৬ দলের ফ্র্যাঞ্চাইজির খোঁজে আনুষ্ঠানিকভাবে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে রাখা হয়েছে কিছু শর্ত। তামাক, মদ, জুয়া, অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান দরপত্র কিনতে পারবে না। সেই সাথে নিষেধাজ্ঞা থাকছে আইসিসি ও বিসিবি থেকে নিষিদ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর।

এদিকে, প্রায় দুই বছর বিরতি দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। ২০২২ এর শুরুর দিকেই পর্দা উঠতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরের।

Exit mobile version