Site icon Jamuna Television

নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বুড়ো আঙুলের পুরনো চোটে নতুন করে চিড় ধরা পড়েছে। তাই পাকিস্তান সিরিজের সাথে এবার কিউইদের বিপক্ষেও দর্শক হয়ে থাকতে হবে ওয়াডে অধিনায়ককে।

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থার করছেন তামিম। সেখানে এক ফিজিসিয়ান চিকিৎসক তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দেন। জিম্বাবুয়ে সফরের আগে ইনজুরিতে পড়ার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তামিম ইকবাল। এরপর সেরে উঠলেও বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তামিম। পরে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গেলে নতুন করে আঙুলে চোট পান দেশসেরা এই ওপেনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর আশা করা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরবেন তামিম। কিন্তু ইনজুরি থেকে সেরে না ওঠায় পাকিস্তান সিরিজের সাথে নিউজিল্যান্ড সিরিজেও দলের বাইরেই থাকতে হচ্ছে এই ড্যাশিং ওপেনারকে।

Exit mobile version