Site icon Jamuna Television

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একই ফ্লাইটে ঢাকা ছাড়ে দুই দল।

আগামী বুধবার (২৪ নভেম্বর) সাগরিকায় প্রথমে অনুশীলন সারবে সফরকারীরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বাবর আজমদের অনুশীলন। আর, দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুশীলন করবে মুমিনুল হকের দল।

২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়া, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর থেকে।

Exit mobile version