Site icon Jamuna Television

বার্সেলোনায় ফিরতে চান মেসি

ছবি: সংগৃহীত

প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

বার্সেলোনা তার দ্বিতীয় বাড়ি দাবি করে মেসি বলেন, ক্লাবকে সাহায্য করতে পারলে ন্যু ক্যাম্পে অবশ্যই ফিরতে চান তিনি। জাভির কোচিংয়ে কাতালানরা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস এই আর্জেন্টাইন তারকার।

গত মৌসুমে বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে পিএসজিতে পাড়ি জমান মেসি। অন্য ক্লাবে যোগ দিলেও নিয়মিত প্রিয় ক্লাবের খোঁজ রাখেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে অংশ নিয়ে মোট ৬৭২ গোল করেন এই ক্ষুদে জাদুকর। বার্সেলোনার হয়ে মোট ৩৪টি ট্রফিও জেতেন তিনি। শৈশবের এ ক্লাবটিতে খেলে মেসির অর্জনের ঝুলিতে আছে ছয়টি ব্যালন ডি’ অর।

Exit mobile version