Site icon Jamuna Television

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো ও উইকেটে পরিবর্তন আনা উচিত: শোয়েব আখতার

ছবি: টুইটার

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য উইকেট ও অবকাঠামোতে পরবর্তন আনা দরকার বলে মনে করেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে দরকার বলেও মনে করেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

নিজের টুইটার একাউন্টে পোস্ট করা এক ভিডিওতে শোয়েব বলেন, পেস ও বাউন্সি উইকেটে না খেললে বাংলাদেশের খেলার উন্নতি হবে না। স্পিন দিয়ে আর কতদিন ম্যাচ জিতবে তারা?

সাবেক এই গতিতারকা আরও বলেন, বাংলাদেশের মানুষ দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে ভালবাসেন। সে দেশে গিয়ে আমি দারুণ সমাদর পেয়েছি। তাদের ক্রিকেটের এমন অবনতি দেখে কষ্ট পেয়েছি।

বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে শোয়েব বলেন, বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সে আমি হতাশ হয়েছি। বিশ্বকাপের মূলপর্বে টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আমি দেশটিকে আসরের ট্রফির দাবিদার হিসেবে দেখেছিলাম। বিশ্বকাপের পরপরই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা মোটেও ভাল লক্ষণ নয় বলে মানছেন শোয়েব।

Exit mobile version