Site icon Jamuna Television

স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া দণ্ডনীয় অপরাধ যে দেশে

ছবি: সংগৃহীত।

বিবাহিত অনেক পুরুষকে স্ত্রীর জন্মদিন মনে রাখা নিয়ে অনেক কথাই শুনতে হয়। স্বামী জন্মদিন ভুলে গেলে মন খারাপ এমনকি ঝগড়া-ঝাটি করতেও কম করেন না অনেক স্ত্রী। তবে এমন একটি দেশ আছে, যেখানে স্ত্রীর জন্মদিন মনে রাখা বাধ্যতামূলক। এমনকি যদি কোনো নারী এ নিয়ে পুলিশে অভিযোগ করেন, তবে অভিযুক্ত স্বামীর জেল পর্যন্ত হতে পারে। খবর দ্য ফ্রি প্রেস জার্নালের।

প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ সামোয়ায় প্রচলিত আছে এমনই কঠোর আইন। সেখানে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াকে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এ নিয়ে থানায় গিয়ে অভিযোগ করতে পারেন স্ত্রী।

যদিও অভিযোগ দায়েরের পর সেই স্বামীকে থানায় এনে এক প্রকার মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে তিনি যাতে এই ধরনের ভুল আর না করেন তা নিয়ে সতর্কও করে দেয়া হয়। তবে বারবার এই একই ‘ভুল’ করলে কারাদণ্ডাদেশও দিতে পারেন সামোয়ার আদালত।

Exit mobile version