Site icon Jamuna Television

পেছালো চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার কারণে পেছানো হলো চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। ৩ দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এ ভোট হবে বলে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ৮৪০ ইউপির ভোটের কথা ছিল ২৩ ডিসেম্বর। ওই দিন সকালে এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র ও বিকালে মাদ্রাসার আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে। ভোটের দিন পরীক্ষাসূচির বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাদের সাথে কমিশনের কথা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ না থাকায় আলোচনার ভিত্তিতে ভোটের তারিখ পেছানো হয়েছে। ভোটের দিন ছাড়াও ২২ ডিসেম্বরও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, এ ধাপে ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে; বাকিগুলোয় প্রচলিত ব্যালট পেপারে ভোট নেয়া হবে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে।

এর আগে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন। এরপর আলোচনার ভিত্তিতে এলো এমন সিদ্ধান্ত।

Exit mobile version