Site icon Jamuna Television

যুদ্ধ-সহিংসতায় ইয়েমেনে ১৩ লাখ মৃত্যুর আভাস জাতিসংঘের

ছবি: সংগৃহীত

যুদ্ধে জর্জরিত ইয়েমেনে চলতি বছরের শেষ নাগাদ মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নতুন প্রতিবেদনে সব মিলিয়ে ২০৩০ সালে মৃত্যুর সংখ্যা ১৩ লাখে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের ৭০ ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। যাদের ৬০ শতাংশ ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ প্রতিরোধে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেছে। তাছাড়া যুদ্ধ এবং বিমান হামলার কারণেও অনেকে মারা গেছে।

জাতিসংঘের তথ্য মতে, ইয়েমেনের দেড় কোটি মানুষ চরম দরিদ্র। ২০১৫ সালে প্রেসিডেন্ট মানসুর হাদিকে উচ্ছেদের মাধ্যমে রাজধানীর দখল নেয় শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সেই বছরই বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইউএইচ/

Exit mobile version