Site icon Jamuna Television

রোনালদোর গোলে জয় পেল ম্যান ইউ

ছবি: সংগৃহীত

শেষ ১২ মিনিটের আধিপত্যে ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলে স্বাগতিকদের হারায় ম্যান ইউ।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় রেড ডেভিলদের। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও সমান তালে চলে দুই দলের গোল মিসের মহড়া। তবে ৭৮ মিনিটে ডেডলক ভাঙেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি বক্সের মাথা থেকে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে লিড এনে দেন সিআরসেভেন। আর ম্যাচের শেষ মিনিটে জেডন সানচোর দারুণ গোলে ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওলে গানার সুলশারের বিদায়ের পর রেড ডেভিলদের অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে ডাগ আউটে এটাই ছিল মাইকেল ক্যারিকের প্রথম ম্যাচ। আর জয় দিয়ে করা সূচনায় গ্রুপ এফ থেকে শেষ ষোলতে নিজেদের জায়গা নিশ্চিত করলো ম্যান ইউ।

Exit mobile version