Site icon Jamuna Television

থ্যাংকস গিভিংয়ের খাবার বণ্টন করলেন বাইডেন ও কমলা হ্যারিস

ছবি: সংগৃহীত

থ্যাংকস গিভিংয়ের খাবার বণ্টন করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ওয়াশিংটনের এক কম্যুনিটি কিচেনে হাজির হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সেকেন্ড জেন্টেলম্যান ডোগ এমহফও। হাতে-হাতে তারা বক্সে বিতরণ করেন টার্কির মাংস, আলু-শিম এবং তরকারি। খাবারগুলো চলে যাবে এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং দরিদ্র মার্কিনীদের কাছে। ক্রিসমাসের আগে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য থ্যাংকস গিভিং উদযাপন করেন পশ্চিমারা।

Exit mobile version