Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে প্রগতি সরণীর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

পোশাক শ্রমিকরা জানিয়েছেন, গত মাসে আমাদের বেতন ১০ তারিখে দেয়ার কথা ছিল কিন্তু সেই বেতন আমাদের দিয়েছে ২৫ তারিখে। এ মাসেও ১০ তারিখ বেতন দেয়ার কথা থাকলেও আমাদের বেতন এখনও দেয়নি। আমাদের নিশ্চিত করছে না তারা কবে বেতন দিবে। এই জন্যই আমরা রাস্তায় নেমেছি।

বিক্ষোভকারীদের দাবি- কারখানা পুরোদমে চলছে। শিপমেন্টও ঠিকমতো যাচ্ছে কিন্তু আমাদের বেতন দিচ্ছে না। মালিক বলছে তাদের টাকা নাকি ব্যাংক দিচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version