Site icon Jamuna Television

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

ছবি: সংগৃহীত

গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের মহিলা-বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন।

এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা প্রায় সব মামলায় বিচারিক আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। শুধু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায়টি বাকি ছিল। আজ ঢাকার সিএমএম আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে জামিন দিয়েছেন। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

কথিত চাকরিজীবী লীগ দিয়ে সমালোচিত হেলেনা জাহাঙ্গীরের নামে গত ৩০ জুলাই গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করে র‌্যাব। তার বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণার মামলা এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে মামলা হয়। এসব মামলায় হেলেনা জাহাঙ্গীরকে বেশ কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

ইউএইচ/

Exit mobile version