Site icon Jamuna Television

ইউপি নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে: নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

দেশজুড়ে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, প্রথম পর্যায়ের পরবর্তী ধাপের নির্বাচন সুষ্ঠু করতে আলোচনা করা হবে। তবে করোনার কারণে নির্বাচন আয়োজন করতে কষ্ট হয়েছে বলেও জানান তিনি।

পরীক্ষার কারণে নির্বাচনের তারিখ এভাবে ঠিক করতে হয়েছে। পরীক্ষা ও নির্বাচন একসাথে করতে গিয়ে সবার ওপর চাপ পড়েছে বলেও জানান কে এম নুরুল হুদা।

ইউএইচ/

Exit mobile version