Site icon Jamuna Television

ঢাবির ‘ঘ’ ইউনিটে ফেল ৯০ শতাংশ পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় ফল ঘোষণা করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। দেখা গেছে, এই ইউনিটে অকৃতকার্য হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী।

বুধবার প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল ঘোষণা করেন উপাচার্য। সেখানে দেখা যায়, এই ইউনিটে পাশের হার মাত্র ৯ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ ‘ঘ’ ইউনিট থেকে পরীক্ষায় অংশ নেয়া ৯০ শতাংশ শিক্ষার্থীই পাশ করতে পারেননি।

প্রসঙ্গত, ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৩ অক্টোবর। এই ইউনিটে আসন সংখ্যা ছিল ১৫৭০, যার মধ্যে বিজ্ঞানে ছিল ১১১৭, ব্যবসায় শিক্ষায় ৪০০ ও মানবিকে ৫৩। এতে আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ৭ জন শিক্ষার্থী।

ঢাবির ভর্তি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছেন মোট ৭৯৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬০৭১ জন, ব্যবসায় শিক্ষায় ১৪৮৯ জন এবং মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৪৩৪ জন ।

Exit mobile version