Site icon Jamuna Television

এক লাখ টাকা না দিলে বোমা বিস্ফোরণ হবে!

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন একটি ভবনে বোমাসদৃশ বস্তু রেখে চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাকের বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আব্দুল্লাহর চাচাতো ভাই-বোন মিলে বাসাটি নির্মাণ করছেন। তার চাচাতো ভাই আশুলিয়াতে চাকরি করেন, আর বোন প্রাইমারি স্কুলের শিক্ষক। তার চাচি পাশেই একটি টিনশেড ঘরে বাসা ভাড়া থাকেন। সকালে চাচি ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে।

চিঠি পড়ে দেখা যায়, দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। কারো ঠিকানা দেয়া হয়নি। তবে চাঁদার এক লাখ টাকা রাত ১০ টার আগে পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছে নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরণ হবে। টাকা পাওয়ার পর রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পরামর্শের কথা উল্লেখ করেন দুর্বৃত্তরা।

এ বিষয়ে ওসি মামুন ভূঁইয়া বলেন, নির্মাণাধীন তিন তলা ভবনের নিচ তলায় বোমাসদৃশ বস্তুটি রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Exit mobile version