Site icon Jamuna Television

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার দেশেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চায়। অন্যদিকে তার কিছু হলেই বিএনপি তাকে বিদেশ নিতে চায়।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা কিছু বলছেন না; অথচ বিএনপি নেতারা ডাক্তারের ভূমিকা পালন করছেন। এসবই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠিয়ে সেখানে বসে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিএনপি।

Exit mobile version