Site icon Jamuna Television

হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

লেবাননের চরমপন্থী সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করলো অস্ট্রেলিয়া। বুধবার (২৪ নভেম্বর) এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যারেন অ্যান্ড্রু। সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই দাবি করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্যারেন অ্যান্ড্রু বলেন, অস্ট্রেলিয়ায় চরমপন্থীদের কোনো স্থান নেই। ধর্ম বা আদর্শগত দিক থেকে এমন কোনো যুক্তি নেই, যা মানুষ হত্যাকে সমর্থন দেয়। গোটা বিশ্বই সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে। অস্ট্রেলিয়াও এর বাইরে না।

অস্ট্রেলিয়ার উপরও সন্ত্রাসী হামলার শঙ্কা আছে, এমনটা জানিয়েছেন ক্যারেন অ্যান্ড্রু। তিনি বলেন, আমাদের দেশেও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা চলছে, এমন গোয়েন্দা তথ্যও রয়েছে আমাদের হাতে। তাই যত দ্রুত সম্ভব হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শেষ করতে চাই। নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

Exit mobile version