Site icon Jamuna Television

ব্যবসায়ীর বিরুদ্ধে জিনাত আমানের ধর্ষণ মামলা

মুম্বাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সত্তর দশকের বলিউড ‘হার্ট থ্রব’ জিনাত আমান।

ভারতীয় বার্তা সংস্থা পিটিঅাই জানিয়েছে, শুক্রবার রাতে নগরীর জুহু থানায় তিনি এ অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার ওই ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে এই ঘটনার তদন্ত করছেন মুম্বাই পুলিশের অপরাধ বিষয়ক শাখার উপ-কমিশনার নিসার তাম্বোলি।

অভিযুক্ত ব্যবসায়ী আমন খন্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

একই ব্যক্তির বিরুদ্ধে জানুয়ারি মাসেও পুলিশের কাছে হেনস্থার অভিযোগ করেছিলেন জিনাত।

৬৮ বছর বয়সী অভিনেত্রী জিনাতের দাবি, তাঁকে দীর্ঘদিন ধরে অনুসরণও করছেন ওই ব্যবসায়ী।

উল্লেখ্য, খান্নার সঙ্গে জিনাতের ভাল সম্পর্ক থাকলেও সম্প্রতি এতে তিক্ততা তৈরি হয়েছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version