Site icon Jamuna Television

আইসিসিকে একহাত নিলেন আইরিশ অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইআইসি) এক হাত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

তিনি বলেছেন, “ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা বড় দলগুলোর অর্থের মোহে আচ্ছন্ন।”

বাছাই পর্বে আফগানিস্তানের কাছে হেরে আগামী বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে যাওয়া পর এমন মন্তব্য করলেন আইরিশ অধিনায়ক।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং নিউজিল্যান্ড।

বিশ্বকাপে মাত্র ১০টি দেশ খেলার সুযোগ পাবে আইসিসি’র এমন সিদ্ধান্তের সমালোচনা অনেক ক্রিকেট বিশেষজ্ঞেরই। এবার সে দলে যোগ দিলেন পোর্টারফিল্ড।

পোর্টারফিল্ড অভিযোগ করে বলেন, “দুই থেকে তিনটি দল নয়টি ম্যাচ টিভিতে দেখিয়ে মোট অঙ্কের অর্থ বাগাতে এমনটি করেছে আইসিসি। অনেক দলই কোনো অর্থ ছাড়াই বাড়ি ফিরছে।”

বিশ্বকাপে খেলার মতো আশা থাকলেই দেশগুলোর মধ্যে ভালো খেলার উৎসাহ কাজ করবে বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, “আমরা বাছাই পর্ব পার হতে পারিনি বলে বলছি না। কিন্তু এমন অনেক দেশ আছে যারা জানে না আগামী সপ্তাহে কী ঘটবে।”

আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ১০-এ নামিয়ে এনেছে আইসিসি। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে খেলবে।

এতে আইসিসি’র জন্য কাঁচা অর্থ সরবরাহকারী ভারত লিগ পর্বে তিনটির পরিবর্তে নয়টি ম্যাচ খেলবে, এবং এ থেকে সংস্থাটি হাতে মোটা অঙ্কের অর্থ।

উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছিল আইসিসি’র।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version