Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হওয়ায় নেদারল্যান্ডস সিরিজে নেই ‘লুঙ্গি’

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। ফলে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে জুনিয়র ডালা’কে।

জুলাইয়ে আয়ারল্যান্ড সিরিজের পর থেকে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যায়নি লুঙ্গি এনগিডিকে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও নামা হয়নি মাঠে। এবার দল থেকেই ছিটকে গেলেন কোভিডের ছোবলে। এদিকে এই প্রথম দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক সিরিজ খেলেতে যাচ্ছে নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ২৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লুঙ্গি এনগিডি। যেখানে ২৪.১৫ এভারেজ নিয়ে তিনি উইকেট নিয়েছেন ৫৪টি। ম্যাচে ৫৮ রান দিয়ে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার। টি-টোয়েন্টিতেও ২৩ ম্যাচে ৩৬ উইকেট আছে ২৫ বছর বয়সী এ পেসারের। সাদা বলে রেকর্ড ভালো হলেও লাল বলের খেলা টেস্ট ক্রিকেটে লুঙ্গির পারফরফেন্স তেমন উল্লেখযোগ্য নয়। ১০টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ৩২ উইকেট শিকার করেছেন তিনি।

Exit mobile version