Site icon Jamuna Television

ভাল্লুকের সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো যুবকের

ছবি: সংগৃহীত।

মানুষের বেপরোয়া মনোভাবে প্রাণ গেল আরও এক বিপন্ন বন্যপ্রাণীর। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে আলিপুরদুয়ারের মেটেলি চা বাগানে এক হিমালয়ান কালো ভাল্লুককে পিটিয়ে মারল জনতা। তার আগে ভাল্লুকটির সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ যায় এক কিশোরের। এর পরই প্রাণীটির ওপর আক্রমণ চালায় জনতা।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বুধবার বিকেলে মেটেলি চা বাগানে ভাল্লুক ঢুকেছে বলে খবর ছড়ায়। চা বাগানে চিতাবাঘ, বাইসন, হাতি দেখা গেলেও ভাল্লুক তেমন একটা দেখা যায় না। ফলে ভাল্লুক দেখতে ভিড় করেন স্থানীয়রা। এর মধ্যে দীপেশ খালকো নামে এক যুবক ভাল্লুকের সাথে সেলফি তুলতে যায়। তার ওপর আক্রমণ চালায় ভাল্লুকটি। তাকে তুলে নিয়ে জঙ্গলে চলে যায় প্রাণীটি। কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় তার মস্তকহীন দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। ততক্ষণে পাশেই একটি ঝোপে আশ্রয় নেয় ভাল্লুকটি। ফলে দীপেশের দেহ উদ্ধার করতে যেতে পারছিলেন না বন দফতরের কর্মীরা। এরই মধ্যে ভাল্লুকের ওপর আছড়ে পড়ে স্থানীয়দের ক্ষোভ। প্রাণীটিকে পিটিয়ে মারেন স্থানীয়রা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশপ্রেমীরা।

Exit mobile version