Site icon Jamuna Television

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব জাতিসংঘে গৃহীত

ফাইল ছবি।

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে।

বুধবার (২৪ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশী স্থায়ী রাষ্ট্রদুত রাবাব ফাতিমা এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশকে স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে উত্তরিত (স্নাতক) করার ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হলো। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এর চেয়ে ভালো অর্জন আর কী হতে পারে! জাতীয় আকাঙ্ক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রুপকল্প-২০২১ আজ পূর্ণতা পেল। জয় বাংলা!’

প্রসঙ্গত, বাংলাদেশই একমাত্র দেশ যা স্বল্পোন্নত থেকে উত্তরণের তিনটি মানদণ্ডই পূরণ করেছে।

Exit mobile version