Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহেনারা পারভীন এর বিরুদ্ধে প্রচার প্রচারণায় বাধা, হত্যার হুমকিসহ নানান অভিযোগ আনেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উল্যা জিসান পাটোয়ারী (আনারস প্রতীক)। বুধবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে ফয়েজ উল্যা জিসান পাটোয়ারী তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, নৌকার প্রার্থীর লোকজন জনসম্মুখে অস্ত্র মহড়া দিয়ে আতংক সৃষ্টি করছে। আমার লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ ছাড়া প্রচার প্রচারণায় বাধাসহ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছেন ও আমার কর্মীসহ বিভিন্ন মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

আগামী ২৮ নভেম্বর লামচর ইউনিয়নে প্রশাসনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন কামনা করি এবং যারা আতংক সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

Exit mobile version