Site icon Jamuna Television

ডিজিটাল পাঠদান কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে ঢাকার বাইরেও

ঢাকার বাইরেও পাঠদান কার্যক্রম হয়ে উঠছে ডিজিটাল। বাড়ানো হচ্ছে শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা। আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের সব স্কুলকে ডিজিটাল করতে সরকার বদ্ধপরিকর। দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ পূর্ণতা পাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকীকরণের মাধ্যমেই। তেমনই এক শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহীর রিভারভিউ কালেক্টরেট স্কুল।

রিভারভিউ কালেক্টরেট স্কুলে পড়াশোনা করে ৮৭৪ জন শিক্ষার্থী। পাঠদানে নিয়োজিত শিক্ষকের সংখ্যা ১৫ জন। শহরের এই স্কুলটিতে শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করছে ডিজিটাল যন্ত্র। মাল্টিমিডিয়ার মাধ্যমে চলছে পাঠদান। সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোডের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছেন শিক্ষকরাও। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার শিক্ষায় দক্ষ করা হচ্ছে শিক্ষার্থীদের।

করোনার মধ্যেও বন্ধ ছিল না পাঠদান। অনলাইনে নেয়া হয়েছে ক্লাস। ডিজিটাল বাংলাদেশ গড়তে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলে চালু হয়েছে ৩৮ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম। আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, শিক্ষার্থীদের আইটি খাতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর সে পরিবকল্পনারই অংশ স্কুলটি।

প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য এরই মধ্যে প্রশিক্ষণের আওতায় এসেছে দুই লাখের বেশি শিক্ষার্থী। ক্রমে বাকিরাও পাবে প্রশিক্ষণ।

Exit mobile version